যে প্রিয়জনদের ভালো রাখার জন্য নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দেন একজন প্রবাসী, এবার সেই প্রিয়জনদের হাতেই নি'র্মম নি'র্যাতনের শিকার হলেন! বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় মধ্যযুগীও কায়দায় নি'র্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। ১৪ অক্টোবর বিকেলে এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহ জে'লার মহেশপুরের ভোলাডা''ঙ্গা গ্রামে।
নি'র্যাতনের শিকার প্রবাসীর নাম বকুল। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রে'ফতার করার কথা জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া। মুঠোফোনে তিনি প্রবাস টাইমকে জানিয়েছেন, মা'রধর ও নি'র্যাতনের ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রে'ফতার করা হলেও বাকী আসামীদের ধরতে অ'ভিযান অব্যা'হত রয়েছে।
আ'হত প্রবাসী বকুলের ভাই মকুল জানান, সাত বছর আগে একই গ্রামের লুৎফর রহমানের কন্যা লতিফার স''ঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বকুল মালয়েশিয়া চলে যান। এরপর থেকে স্ত্রী লতিফার নামে প্রতি মাসে তার আয়ের টাকা পাঠান। বিদেশ থেকে স্ত্রীর নামে প্রায় ২৪ লাখ টাকা পাঠানো হয়েছে এমন দাবী পরিবারের।
তবে, এরই মধ্যে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের স''ঙ্গে প'রকীয়ায় জড়িয়ে বিয়ে করে। পরবর্তীতে স্ত্রীর কাছে পাঠানো টাকা ফেরত আনতে গেলে শশুরবাড়ীর লোকজন বকুলকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নি'র্যাতন করে। বর্তমানে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় বকুলের শ্বশুর লুৎফর রহমান, স্ত্রী লতিফা ও তার বর্তমান স্বামী খায়রুলসহ ১০ জনকে আ'সামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি অ'ভিযোগ দায়ের করা হয়েছে।
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান নিয়ে প্রবাসীদের যেন ভোগান্তির শেষ নেই। শিডিউল বিপর্যয়, টিকিট সিন্ডিকেট সহ অসংখ্য অ'ভিযোগ এই বিমানের বিরু'দ্ধে। এবার ওমান থেকে ফ্লাইট বিপর্যয়ের কারণে মাস্কাট এয়ারপোর্টে আট'কে আছেন বিমানের শতাধিক যাত্রী।
শনিবার (১৫-অক্টোবর) ওমানের স্থানীয় সময় ভোর ৫টায় বিমান ছাড়ার কথা থাকলেও ৮ ঘন্টা পার হওয়ার পরও ছাড়েনি সেই ফ্লাইট। এমনকি ফ্লাইট কখন ছাড়বে সেই তথ্যও দিচ্ছেনা বিমান কর্মীরা এমন অ'ভিযোগ প্রবাসীদের। এতে প্রায় ১২ থেকে ১৫ ঘন্টা যাব'ত মাস্কাট এয়ারপোর্টে আট'কে আছেন অসংখ্য প্রবাসী।
এ ব্যাপারে ওমানে নিযুক্ত বিমানের কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম এর সাথে যোগাযোগ করা হলে প্রবাস টাইমকে তিনি বলেন, ককপিটে অক্সিজেন এবং প্রেশার কমে যাওয়ায় বিমানের ফ্লাইট ছাড়তে দেরি হয়। সমস্যা দ্রুত সমাধানে ওমান এয়ারের ইঞ্জিয়াররা কাজ করছেন বলেও জানান তিনি। রিপোর্ট লেখার সময় বাংলাদেশ টাইম বিকেল ৩ টা ৪৮ এ বিমানের সমস্যা সমাধান হওয়ায় খবর জানান তিনি। যাত্রীদের বোর্ডিং সম্পন্ন করে দ্রুত ফ্লাইট ছাড়া হবে এমন কথা জানিয়েছেন শরিফুল আলম। ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
যে প্রিয়জনদের ভালো রাখার জন্য নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দেন একজন প্রবাসী, এবার সেই প্রিয়জনদের হাতেই নি'র্মম নি'র্যাতনের শিকার হলেন! বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় মধ্যযুগীও কায়দায় নি'র্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। ১৪ অক্টোবর বিকেলে এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহ জে'লার মহেশপুরের ভোলাডা''ঙ্গা গ্রামে।
নি'র্যাতনের শিকার প্রবাসীর নাম বকুল। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রে'ফতার করার কথা জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া। মুঠোফোনে তিনি প্রবাস টাইমকে জানিয়েছেন, মা'রধর ও নি'র্যাতনের ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রে'ফতার করা হলেও বাকী আসামীদের ধরতে অ'ভিযান অব্যা'হত রয়েছে।
আ'হত প্রবাসী বকুলের ভাই মকুল জানান, সাত বছর আগে একই গ্রামের লুৎফর রহমানের কন্যা লতিফার স''ঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বকুল মালয়েশিয়া চলে যান। এরপর থেকে স্ত্রী লতিফার নামে প্রতি মাসে তার আয়ের টাকা পাঠান। বিদেশ থেকে স্ত্রীর নামে প্রায় ২৪ লাখ টাকা পাঠানো হয়েছে এমন দাবী পরিবারের।
তবে, এরই মধ্যে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের স''ঙ্গে প'রকীয়ায় জড়িয়ে বিয়ে করে। পরবর্তীতে স্ত্রীর কাছে পাঠানো টাকা ফেরত আনতে গেলে শশুরবাড়ীর লোকজন বকুলকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নি'র্যাতন করে। বর্তমানে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় বকুলের শ্বশুর লুৎফর রহমান, স্ত্রী লতিফা ও তার বর্তমান স্বামী খায়রুলসহ ১০ জনকে আ'সামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি অ'ভিযোগ দায়ের করা হয়েছে।