ইউরোপ থেকে দেশে ঢাকা বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেনীর নিজ বাড়ি যাওয়ার পথে মহাসড়কে ডা'কাতের কবলে পড়েন এক প্রবাসী। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজে'লার সুয়াগাজি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকতরা উক্ত প্রবাসীর গাড়ি থামিয়ে ডা'কাতি করছিল এমন সময় পু'লিশ এসে উ'দ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানা পু'লিশের ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ডেনমা'র্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডা'কাতদলের ৬ সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পু'লিশ ঘটনা আঁচ করতে পেরে ডা'কাতদলকে ধাওয়া করে।
এ সময় পু'লিশকে লক্ষ্য করে গু'লি ছোড়ে ডা'কাতরা। পু'লিশও আ'ত্মর'ক্ষায় পাল্টা গু'লি ছোড়ে। এতে সাব্বির ও রহিম নামে দুই ডা'কাত সদস্য ও পু'লিশের দুই সদস্য আ'হত হন। আ'হতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের বাকি সদস্যরা ডা'কাতির কাজে ব্যবহৃত অ'স্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
এদিকে, শতভাগ নিরাপত্তার সাথে প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসীর ট্যাক্সি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যেখানে চালক মালিক ও যাত্রী সকলেই প্রবাসী। দেশের সর্বনিম্ন ভাড়ায় শুধুমাত্র প্রবাসীদের জন্য মর'্যাদা পূর্ণ গাড়ি সেবা দেয় উক্ত কোম্পানি। সেইসাথে বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসীদের জন্য ঢাকায় মাত্র ৩০০ টাকায় এসি হোটেলে থাকার ব্যবস্থা করে প্রবাসীর ট্যাক্সি। স্ক্রিনে দেওয়া নাম্বারে (+880 1321-199022) যোগাযোগ করে যেকোনো প্রবাসী তাদের থেকে গাড়ি সেবা নিতে পারেন।