মালয়েশিয়া প্রবাসী ছুটিতে এসে গাছ চাপায় মুছে দিয়া গেলো সকল রঙিন পরিচয়! আহ মৃ'ত্যু 😭 মুছে দিয়া গেলো সকল রঙিন পরিচয়
নিজাম মালয়েশিয়া প্রবাসী ছুটিতে আসছে ১মাস হইলো, নতুন বাড়ি করছে শুক্রবারে নতুন বাড়িতে উঠার কথা। বাট তার আগেই আজরাইল হাজির।
গতকাল রাতে সিত্রাং এর তান্ডবে গাছ পড়ে নিজাম,তার স্ত্রী ও তার মেয়ে মা'রা যায়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন ।
(ঘটনাটি ঘটেছে কুমিল্লা না''ঙ্গলকোটের হেসাখালে) إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، [ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন।] اللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ،
হে আল্লাহ! আপনি তাকে ক্ষ'মা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখু'ন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর'্যাদাপূর্ণ করুন,
তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আমীন। মালয়েশিয়া প্রবাসী ছুটিতে এসে গাছ চাপায় মুছে দিয়া গেলো সকল রঙিন পরিচয়! আহ মৃ'ত্যু 😭 মুছে দিয়া গেলো সকল রঙিন পরিচয়
নিজাম মালয়েশিয়া প্রবাসী ছুটিতে আসছে ১মাস হইলো, নতুন বাড়ি করছে শুক্রবারে নতুন বাড়িতে উঠার কথা। বাট তার আগেই আজরাইল হাজির।
গতকাল রাতে সিত্রাং এর তান্ডবে গাছ পড়ে নিজাম,তার স্ত্রী ও তার মেয়ে মা'রা যায়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন ।
(ঘটনাটি ঘটেছে কুমিল্লা না''ঙ্গলকোটের হেসাখালে) إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، [ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন।] اللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ،
হে আল্লাহ! আপনি তাকে ক্ষ'মা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখু'ন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর'্যাদাপূর্ণ করুন,
তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আমীন।